সুব্রত ভট্টাচার্যের ছোঁয়ায় শুভযাত্রা আরামবাগের
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৪ ০০:৩০:৩৯

ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্যের ছোঁয়ায় সুন্দর ফুটবল উপহার দিয়ে মৌসুমের প্রথম ম্যাচেই সহজ জয় নিয়ে ঘরে ফিরেছে আরামবাগ ক্রীড়া সংঘ। বুধবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
প্রথমার্ধের শেষ দিকে করা গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে আরামবাগ ক্রীড়া সংঘ। ব্রাদার্স ইউনিয়ন চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। বরং ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্যের কৌশলের কাছে হেরে যায় কমলা জার্সিধারীরা।
৪৪ মিনিটে গোল করে আরামবাগকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবা। দলটি ব্যবধান দ্বিগুণ করে শেষ সময়ের গোলে। ৯০ মিনিটে মুরাদ হোসেনের গোল সহজ জয় নিশ্চিত করে আরামবাগের।
প্রথম ম্যাচ জিতে আরামবাগের কোচ সুব্রত ভট্টাচার্য বলেছেন, ‘প্রথম ম্যাচটা দেখলাম। জয়ে আমি খুশি। তবে আরো কিছু কাজ করতে হবে লিগের আগে। আশা করি যে সমস্যাগুলো আছে তা ঠিক করা যাবে।’
সানবিডি/নাজমুল







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












