রাজধানীর শাহবাগ এলাকায় বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। পরনে ছিল পাঞ্জাবি ও লুঙ্গি।
শাহবাগ থানার এসআই সাঈদ জানান, মঙ্গলবার সকালে শাহবাগ এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। সানবিডি/ঢাকা/এসএস