
পুরো ভারতজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের কারণে চলা লকডাউন ও শ্রমিক সংকটের কানলে গভীর সংকটে পড়েছে ভারতের চা শিল্প। চলমান এই মহামারি পরিস্থিতির কারণে চলতি বছর দেশটিতে পানীয় পণ্যটির উৎপাদনে রীতিমতো ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। উৎপাদন হ্রাসের জের ধরে কমে আসতে পারে ভারত থেকে পানীয় পণ্যটির রফতানিও। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও কৃষি জাগরণ।
এ বিষয়ে টি বোর্ড অব ইন্ডিয়ার তথ্যের বরাত দিয়ে গ্লোবাল টি ডাইজেস্টের সংকলনকারী রাজেশ গুপ্তা জানান, ২০২০ সালের শুরু থেকে গত অক্টোবর পর্যন্ত ভারতের বাগানগুলোয় আগের বছরের একই সময়ের তুলনায় চা উৎপাদন ব্যাপকভাবে কমেছে। উৎপাদন হ্রাসের পরিমাণ ১৫ কোটি ১৬ লাখ কেজি। এর পেছনে অন্যতম কারণ লকডাউন চলার সময় উৎপাদন সীমিত হয়ে আসা, শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়া।
এ তিন কারণে চলতি বছরের জানুয়ারি-অক্টোবর সময়ে আসাম, পশ্চিবঙ্গসহ ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোয় চা উৎপাদন ১৫ কোটি ২২ লাখ কেজি বা ১৫ দশমিক ১৫ শতাংশ কম হয়েছে। আগের বছরের একই সময়ে এসব রাজ্যে সব মিলিয়ে ১০০ কোটি ৫১ লাখ কেজি চা উৎপাদন হয়েছিল। চলতি বছরের একই সময়ে পানীয় পণ্যটির সম্মিলিত উৎপাদন ৮৫ কোটি ২৯ লাখ কেজিতে নেমে এসেছে।
সানবিডি/এনজে/৯:৪৫/২৪.১২.২০২০