আই লিগে খেলতে আজ কলকাতা যাচ্ছেন জামাল ভূঁইয়া
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৪ ১০:৪৩:১৭

করোনা থেকে মুক্তি লাভের পর ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আই লিগে খেলতে কলকাতা যাচ্ছেন জামাল ভূঁইয়া। আজ বৃহস্পতিবার ঢাকা ছাড়ার কথা রয়েছে জাতীয় দলের এই তারকা ফুটবলারের।
ভারতের আই লিগে এই মিডফিল্ডার খেলবেন কলকাতা মোহামেডানের হয়ে। মঙ্গলবার ঢাকায় অবতরণ করে একদিন পর আবারও বিমান ধরতে হচ্ছে তাকে।
আগামী ৯ জানুয়ারি শুরু হবে আই লিগ। নভেম্বরে কলকাতায় গিয়ে সাদা-কালো শিবিরের সঙ্গে চুক্তি করে এসেছেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে এ তথ্য।
সানবিডি/এনজে/১০:৩১/২৪.১২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












