উইলিয়ামসনের ব্যাটে বড় সংগ্রহের পথে কিউইরা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৬ ১২:৩৮:০৬


নিউজিল্যান্ড দলের‘রানমেশিন’ যাকে বলা হয়! অধিনায়ক কেন উইলিয়ামসন মাঠে নামলে প্রতিপক্ষের দুশ্চিন্তা বাড়তেই থাকে। যেমনটা মাউন্ট মুঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টে বেড়ে চলেছে পাকিস্তানের। চলতি টেস্টের প্রথম দিন শেষে সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে উইলিয়ামসন। নিউজিল্যান্ডও বড় সংগ্রহের পথে, ৩ উইকেটে তুলেছে ২২২ রান।

চলতি ডিসেম্বরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ২৫১ রানের মহাকাব্যিক ইনিংস বেরিয়ে এসেছিল উইলিয়ামসনের উইলো থেকে। কিউই ব্যাটিং স্তম্ভ টানা দ্বিতীয় সেঞ্চুরির খুব কাছে চলে এসেছেন। দিন শেষে তিনি অপরাজিত আছেন ৯৪ রানে।

অথচ শুরুটা যেমন হয়েছিল, প্রথম দিনটা পাকিস্তানের হতে পারতো। টসভাগ্যে জিতে বোলিং বেছে নেয়ার পর কিউই ব্যাটসম্যানদের বেশ চেপে ধরেছিল সফরকারিরা। বল হাতে আগুন ঝরাচ্ছিলেন শাহীন শাহ আফ্রিদি।

ইনিংসের তৃতীয় বলেই উইকেট। টম লাথামকে (৪) আজহার আলির ক্যাচ বানিয়ে ফেরান শাহীন শাহ। শুরুতেই উইকেট হারিয়ে খোলসে ঢুকে পড়েন স্বাগতিক ব্যাটসম্যানরা। প্রথম ১০ ওভারে নিউজিল্যান্ড তুলতে পারে মাত্র ১৩ রান।

প্রস্তর যুগের এই ব্যাটিং করেও যেন ভুল হয়ে গিয়েছিল কিউইদের। অতি ধীরগতিতে খেলতে গিয়ে ১১তম ওভারে এসে শাহীন শাহর দ্বিতীয় শিকার হন টম ব্লান্ডেল। ২৯ বলে ৫ রান করে থার্ড স্লিপে ইয়াসির শাহর ক্যাচ হন এই ওপেনার। ১৩ রানে ২ উইকেট হারিয়ে তখন বিপদে নিউজিল্যান্ড।

সেখান থেকে কেন উইলিয়ামসন আর রস টেলরের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কিউইরা। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ১২০ রান। থিতু হয়ে যাওয়া এই জুটিটি শেষ পর্যন্ত ভেঙেছেন প্রথম দিনে পাকিস্তানের সেরা বোলার শাহীন শাহই।

সানবিডি/এনজে