
পল্টন ময়দানে হয়েছে জাতীয় স্কুল ফুটবলের ফাইনাল। শনিবার (২৬ ডিসেম্বর) সেরা দুই দল শিরোপাযুদ্ধে মাঠে নামলেও বাগেরহাটের কিশোররা ভালোভাবেই যোগ্যতার দিল। ৪ গোলে জয় লাভ করে তারা করেছে ট্রফি জয়ের আনন্দ।
দলটির অধিনায়ক আগের দিন ট্রফি উন্মোচনের সময় বলেছিলেন- চ্যাম্পিয়ন হয়ে স্কুলের সুনাম বাড়াতে চান, বাগেরহাটের মানুষকে খুশি করতে চান- অধিনায়ক অবশেষে সে কথা রেখেছে।
গোল চারটি করেছে- হাসান, রমজার শেখ, তামিম হোসেন ও মিরাজুল। চ্যাম্পিয়ন হয়ে তারা পুরস্কার পেয়েছে ট্রফি ও ১ লাখ টাকা। রানার্সআপ দল পেয়েছে ট্রফি ও ৫০ হাজার টাকা।
সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টসেরা হয়েছেন রানার্সআপ ছাগলনাইয়া পাইলট স্কুলের মুনতাদির ফুয়াদ ইবনে নূর, ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন বাগেরহাট কলেজিয়েট স্কুলের হাসান হাওলাদার ও সেরা গোলরক্ষক একই দলের হবিবুর রহমান।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
উপস্থিত ছিলেন বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, বিজন বড়ুয়া, নুরুল ইসলাম (নুরু), সত্যজিৎ দাশ রূপু, মাহফুজা আক্তার কিরণ, মহিদুর রহমান মিরাজ ও সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।
সানবিডি/নাজমুল