সরকার ঘোষিত নতুন পে-স্কেলে মর্যাদার অসম্মান হওয়ায় এক ঘণ্টার কর্মবিরতি পালন করলো কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। মঙ্গলবার বেলা ১২ থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন তারা।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে এ কর্মসূচিতে কেন্দ্রীয় ব্যাংকের জন্য স্বতন্ত্র পে স্কেল গঠনের দাবি জানানো হয়। কর্মসূচি পালনের সময় ব্যাংকটির কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করেন।তাদের দাবি, অষ্টম জাতীয় পে স্কেলে তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।
২০০৯ সালের সপ্তম বেতন কাঠামোয় ব্যাংকের সহকারী পরিচালকরা বিসিএস ক্যাডার ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে একই গ্রেডে ছিলেন। কিন্তু অষ্টম বেতন কাঠামোর গেজেটে তাদের এক ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের হেয় করেছে।
সানবিডি/ঢাকা/এসএস