আরামবাগের সাথে উত্তর বারিধারার দাপুটে জয়
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৬ ২২:১২:৪০

উত্তর বারিধারা ক্লাব দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ালেন। শনিবার (২৬ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তর বারিধারা ক্লাব ৩-২ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়েছিল তারা।
২৪ মিনিটে অধিনায়ক সুমন রেজার গোলে এগিয়ে যায় উত্তর বারিধারা ক্লাব। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সুজন।
৩৭ মিনিটে আরামবাগের নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবা গোল করে ব্যবধান কমিয়ে আনলেও ম্যাচে তারা ফিরতে পারেনি। বরং ৪৪ মিনিটে মিশরীয় ফরোয়ার্ড মোস্তাফার গোলে ব্যবধান বাড়িয়ে নেয় উত্তর বারিধারা ক্লাব।
৭৫ মিনিটে নাহিদ গোল করে আরামাগের ফিরে আসার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু সমতাসূচক গোল আর করতে করতে পারেনি প্রথম ম্যাচে ব্রাদার্সকে ২-০ গোলে হারানো দলটি। ৩-১ গোলে হেরে তারা গ্রুপে নিজেদেরও শেষ ম্যাচের অপেক্ষায়, যেখানে প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব।
সানবিডি/নাজমুল







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












