ফেডারেশন কাপে সাইফের বড় হয়
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৬ ২৩:১০:০৫

ওয়ালটন ফেডারেশন কাপে ৬-১ গোলের বড় ব্যাবধানে জয় লাভ করেছে সাইফ স্পোর্টিং ক্লাব।
শনিবার (২৬ ডিসেম্বর) দ্বিতীয় খেলায় রাত ৮:০০ মিনিট এ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কে ৬-১ গোলের এক বিশাল ব্যবধানে পরাজিত করে। সাইফ স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড কেনেথ ইকেচুকওয়ু ২০ ও ৬৪ মিনিটে ২টি গোল করেন ইয়াসিন আরাফাত ৩৬ মিনিটে ১টি, আরিফুর রহমান ৪৯ মিনিটে ১টি, মিরাজ হোসেন ৭৭ মিনিটে ১টি ও সাজ্জাদ রহমান ৮০ মিনিটে ১টি গোল করেন।
অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব পক্ষে ৯০+৩ মিনিটে একমাত্র গোলটি করেন সিয়ো জুনাপিও।
সানবিডি/নাজমুল







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












