নীলগিরিতে চায়ের নিলামে রেকর্ড মূল্যবৃদ্ধি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২৭ ২১:০২:৩৪


মহামারি করোনার ছোবলে চরম সংকটে পড়েছে ভারতের চা শিল্প।এই সময়ে উৎপাদন কমায় বেড়েছে পানীয় পণ্যটির দাম।এর প্রভাব পড়েছে চায়ের নিলামে।রেকর্ড মূল্যবৃদ্ধিতে ২০২০ সাল পার করেছে এখানকার নিলামঘর। ৫৭ বছরের মধ্যে সর্বোচ্চে উঠেছে পানীয় পণ্যটির গড় দাম। কনোড় টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের (সিটিটিএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস লাইন।

চা উৎপাদন ও বিপণনের জন্য সুপরিচিতি দক্ষিণ ভারতের পাহাড়ি জেলা নীলগিরি। এ ব্যাপারে সিটিটিএর প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ জুন মৌসুমের ৫৩তম নিলামে নীলগিরিতে প্রতি কেজি চায়ের গড় দাম ওঠে ২০৮ দশমিক ৪৭ রুপিতে (ভারতীয় মুদ্রা), ৫৭ বছরের মধ্যে এটাই চায়ের সর্বোচ্চ গড় দামের রেকর্ড। এর পর থেকে টানা ছয় মাস ধরে এখানকার নিলামে পানীয় পণ্যটির গড় দাম কেজিপ্রতি ১০০ রুপির ওপরে রয়েছে।

চলতি বছরের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) নীলগিরির চায়ের নিলাম থেকে সব মিলিয়ে ৭৭০ দশমিক ৮২ কোটি রুপি আয় হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে সিটিটিএ। ২০১৯ সালের প্রথম ১১ মাসে এখানকার নিলাম থেকে সব মিলিয়ে ৫০৪ দশমিক ২৮ কোটি রুপি আয় হয়েছিল। সেই হিসাবে নীলগিরির চায়ের নিলাম থেকে এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ২৬৬ দশমিক ৫৪ কোটি রুপি। ডিসেম্বরের শুরুর সপ্তাহে নীলগিরির চায়ের নিলাম থেকে ১০ দশমিক ৮৭ কোটি রুপি আয় হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১১৭ শতাংশ বেশি।

সানবিডি/এনজে