
অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান টেস্টে ভারতীয় উইকেট রক্ষক ঋষভ পান্থকে কট বিহাইন্ড করে টেস্ট ক্যারিয়ারের ২৫০তম উইকেট শিকার করেছেন মিচেল স্টার্ক। অজিদের হয়ে নবম বোলার হিসেবে এ মাইলফলকে পৌঁছেছেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে দ্রুততম বোলার হিসেবে ২৫০ উইকেট নে্ওয়ার রেকর্ড এটি। তিনি ২৫০ উইকেট নিতে করেছেন ১১ হাজার ৯৭৬টি বল।
এ রেকর্ডটি এতো দিন মিচেল জনসনের দখলে ছিল। টেস্টে ২৫০ উইকেট নিতে ১২ হাজার ৫৭৮ বল করেছিলেন জনসন। এছাড়া ডেনিস লিলি ১২৭২২, ব্রেট লি ১২৯৬১ এবং গ্লেন ম্যাকগ্রা এই মাইলফলকে যেতে করেন ১৩০১৫টি ডেলিভারি।
সূত্র: ক্রিকইনফো
সানবিডি/এনজে