নারী কৃষকের স্বীকৃতির যৌক্তিকতা ও বিদ্যমান ভূমিনীতির দুর্বলতা এবং নারী কৃষক বান্ধব ভূমিনীতি প্রণয়নের দাবিতে উপজেলা পর্যায়ে নারী কৃষক ফোরামের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেসরকারি উন্নয়ন সংগঠন ‘আভাস’ দাতা সংস্থা গ্রো এবং অক্সফ্যাম এর আর্থিক সহায়তায় বরিশাল সদর উপজেলার নারী কৃষক ফোরামের সাথে এবং এলাকার পোটেনশিয়াল নারী কৃষকেদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ২৪ ডিসেম্বর দক্ষিণ উজিরপুর এবং ২৬ ডিসেম্বর বাবুগঞ্জ উপজেলা নারী কৃষক ফোরামের সাথে ও অনুরূপ দু’টি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল সদর উপজেলা নারী কৃষক ফোরামের সাথে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক নারী কৃষক জান্নাতুল ফেরদাউস এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আভাস’র প্রোাগ্রাম কো-অর্ডিনেটর এসএম সিরাজুল ইসলাম, প্রজেক্ট অফিসার খায়রুল ইসলাম সুমন এবং স্থানীয় ইউপি সদস্য। বক্তাগণ বলেন, নারী কৃষকের অধিকার প্রতিষ্ঠা, খাদ্য নিরাপত্তায় তাঁদের অবদানের স্বীকৃতি আদায় এবং নারী কৃষকবান্ধব আইন ও নীতি প্রণয়নের দাবিতে সচেতনতা বৃদ্ধির জন্য ‘বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিযান’ কার্যক্রম ২০১৪ সাল থেকে বরিশাল জেলায় নারী কৃষক ফোরামের সদস্য, সিভিল সোসাইটি প্রতিনিধি, গণমাধ্যম, সিএসআরএল’র মেম্বার এবং বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় বাস্তবায়ন করে আসছে।
বাংলাদেশে তৃণমূল পর্যায়ের নারী কৃষকগণ তাদের অধিকার এবং দাবি-দাওয়া বিষয়ে সোচ্চার হতে পারে, কিন্তু সরাসরি নীতি নির্ধারক এবং সাংসদদের কাছে তাদের বক্তব্য জানাতে ও তাদের বিষয়গুলি সাংসদদের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করাতে পারেনা। নারী কৃষক প্রচারাভিযান কার্যক্রম নীতি নির্ধারক, সাংসদ ও নাগরিক সমাজের মধ্যে একটি যোগাযোগ স্থাপন করতে সহায়তা করবে, যাতে নারী কৃষকের প্রয়োজনগুলো নীতি আকারে নিয়ে আসা যায় এবং তা আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে নেয়া সম্ভব হয়।
সানবিডি/ঢাকা/এসএস