
বিশ্বজুড়ে চলমান মহামারির কারণে চলতি ২০২০ সালে দীর্ঘদিন লকডাউন চলেছে ভারত। এই লকডাউনে দেশটির উৎপাদন, আমদানি-রফতানি খাতের কার্যক্রম অনেকটা শ্লথ হয়ে এসেছিল। প্রভাব পড়েছে দেশটির সামগ্রিক অর্থনীতিতে। তবে করোনা মহামারী ও লকডাউনের প্রভাব পড়েনি ভারতের তুলা রফতানিতে। মহামারীর মধ্যেও ২০২০ সালে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে তুলা রফতানি আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ও এগ্রিমানি।
এ বিষয়ে ইউএসডিএর ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৪৫ লাখ বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) তুলা রফতানি হয়েছে। আগের বছরের তুলনায় বিদায়ী বছরে ভারত থেকে পণ্যটির রফতানি বেড়েছে ৫০ শতাংশ। ২০১৯ সালে ভারত থেকে সব মিলিয়ে ৩০ লাখ বেল তুলা রফতানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৫৫ শতাংশ কম। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যটির রফতানি ১৫ লাখ বেল বেড়েছে।
বিদায়ী বছরে ৪৫ লাখ বেল রফতানির মধ্য দিয়ে ভারতের তুলা রফতানিতে দুই বছরের মন্দা ভাব কেটেছে। ইউএসডিএর তথ্য অনুযায়ী, ২০১৮ সালেও ভারত থেকে আগের বছরের তুলনায় ৩২ দশমিক ২৫ শতাংশ কমে ৩৫ লাখ ১১ হাজার বেল তুলা রফতানি হয়েছিল। এর আগে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি তুলা রফতানির রেকর্ড হয় ২০১১ সালে। ওই বছর ভারত থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ কোটি ১০ লাখ ৮০ হাজার বেল তুলা রফতানি হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় ১২১ দশমিক ৬০ শতাংশ বেশি।
সানবিডি/এনজে