সেপ্টেম্বরে ঢাকায় হবে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৮ ১৭:৪৭:৫২

বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী বছর সেপ্টেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সোমবার (২৮ ডিসেম্বর) সাফের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ফুটবল প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ২০২০ সালের সেপ্টেম্বর মাসে। করোনার কারণে সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।
সাফের সভায় চ্যাম্পিয়নশিপের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর। ভেন্যু থাকছে যথারীতি ঢাকা। সভায় বেশিরভাগ দেশ ওই তারিখে সম্মতি জানালেও ভারত নিজেদের মধ্যে আলোচনা করে পরে জানাবে।
সিনিয়র প্রতিযোগিতা ছাড়াও ২০২১ সালে সাফ আরও চারটি বয়সভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করবে। এ চারটি চ্যাম্পিয়নশিপ হলো ছেলেদের অনূর্ধ্ব-১৫ ও ১৮ চ্যাম্পিয়নশিপ ও মেয়েদের অনূর্ধ্ব-১৬ ও ১৯ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত হয়েছে সভায়।
সানবিডি/নাজমুল







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












