লজ্জার ইনিংসের পর ভারতই হারাল অষ্ট্রেলিয়াকে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২৯ ১৫:২৯:২৩

অষ্ট্রেলিয়ায় চলমান টেস্ট সিরিজে আগের ম্যাচে লজ্জার রেকর্ড গড়ে ভারত। তবে ২য় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে দলটি। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা আনল কোহলিকে ছাড়া খেলতে নামা ভারত।
এই জয়ের জন্য ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানের সেঞ্চুরিটিকেই এগিয়ে রাখছেন ক্রিকেটবোদ্ধারা। প্রথম ইনিংসে ১১২ রান করা রাহানে দ্বিতীয় ইনিংসে করেছেন অনবদ্য ২৭ রান। ফলে ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে ভারত।
প্রথম ইনিংসে ভারতের সেঞ্চুরিয়ান অজিঙ্কা রাহানে অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়নকে বাউন্ডারি হাঁকিয়ে ভারতের জয়সূচক রান করেন। তাকে সঙ্গ দেন গিল। তাদের ৫১ রানের জুটি ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












