পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিক টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৫ পয়সা বা ১০ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ৩৮ টাকা ৫ পয়সা দরে। এদিন কোম্পানির ৩ লাখ ৭৬ হাজার ২৯১টি শেয়ার ৭১২ বারে লেনদেন হয়।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৩ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৩৪ টাকা ৫০ পয়সা দরে। আজ কোম্পানির ১২ লাখ ৬৬ হাজার ৪৩৪টি শেয়ার ১ হাজার ৩০ বারে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইবনে সিনার শেয়ার দর বেড়েছে ১০ টাকা বা ৬ দশমিক ৯০ শতাংশ।
এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, অগ্রনী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং, ফাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এসিআই ফরমুলেশনস এবং ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড।