ইসলামী ব্যাংকের নতুন ৭টি শাখার উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৯ ১৯:০৭:১৭


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর নতুন ৭ টি শাখার উদ্বোধন করা হয়েছে।আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ব্যাংকের ব্যবস্থাপানা পরিচালক ও সিইও মো. মাহবুব উল আলম ভার্চুয়াল প্লাটফরমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন শাখাগুলোর উদ্বোধন করেন ।

নতুন এই শাখাগুলো হলো- চট্টগ্রামের কর্ণফুলী, গুনাগরী, পতেঙ্গা, টেরিবাজার ও চৌধুরী হাট, পাবনার বেড়া এবং গাইবন্ধার কালির বাজার।

এই ‍উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী ব্যবস্থাপানা পরিচালক মো. মোশাররফ হোসাইন।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক দেশের জাতীয় আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ ব্যাংক দেশের এক-তৃতীয়াংশের বেশি রেমিট্যান্স আহরণের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গ্রাহক ও কর্মকর্তাদের মধ্যে সততা ও শরীয়াহ’র নীতি অবলম্বন, কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সেবার ফলেই ইসলামী ব্যাংক শ্রেষ্ঠত্বের এই অবস্থানে পৌঁছেছে।

সানবিডি/এনজে