সংসদের বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে তোপের মুখে পড়েছেন। দেশে কর্মসংস্থানের অভাবেই এত সাংবাদিক; এত মিডিয়ার দরকার নেই বলে মন্তব্য করেন তিনি। তার এই বক্তব্যে প্রতিবাদ ও ক্ষোভ জানান উপস্থিত সাংবাদিকরা।
আজ মঙ্গলবার বেলা সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রওশন এসব কথা বলেন। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডাকেন সংসদের বিরোধী দলীয় নেত্রী।
সাংবাদিকদের উদ্দেশ্য রওশনে এরশাদ বলেন, ‘এতগুলো মিডিয়া এতগুলো খড়খুটা। কিছু পেলেই আপনারা লিখে দেন। আমাদের দেশ একটি ছোট দেশ। আমি হিসাব করে দেখেছি এখানে ৪০টা ইলেক্ট্রনিক মিডিয়া। যেখানে ১০-১৫টা হলেই যথেষ্ট ছিল আর সেখানে ৪০টা। আপনাদের এখন সংবাদ চোখে পড়তে হয় না, আপনারা খুঁজে খুঁজে নিউজ বের করেন। প্রত্যেক এলাকাতে যান আপনাদের করেসপন্ডেন্ট আছে। এখন তথ্যপ্রযুক্তির আধুনিক যুগ। তবে কিছু কিছু খারাপ দিকও আছে আবার ভালো দিকও আছে। আপনারা কিছু মনে কইরেন না। আমাদের দেশে কর্মসংস্থান নাই বলে এই দশা হচ্ছে। আমাদের দেশে কর্মসংস্থান যদি থাকতো আপনারা এই পেশায় আসতেন না। আমি এটা বুঝি।’
এ সময় সাংবাদিকরা প্রতিবাদ জানালে রওশন এরশাদ বলেন, ‘না, না আমি বলতেছি কি শোনেন, সাংবাদিকতা ভালো, নোবেল জব। আমি আপনাদের ডিসকারেজ করছি না। কারণ, আমাদের ছেলে-পেলেরা ভালো চাকরি না পেয়ে বিপথে যাচ্ছে, ড্রাগ খাচ্ছে। আপনারা যে কজন সাংবাদিক আছেন অনেক ভালো করছেন। অনেক আননোটিস বিষয় উঠে আসছে। আপনারা যেকজন সাংবাদিক আছেন। ভালো বিষয়গুলো তুলে ধরছেন।’
সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ একজন সাংবাদিক প্রশ্ন করলে সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে ক্ষিপ্ত হয়ে রওশন এরশাদ বলেন, ‘তুমি বেশি প্যাঁচাও। অনেক সিনিয়র হয়ে গেছ তো তাই তুমি বেশি প্যাঁচাও।’
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম এমপি, ইয়াহিয়া চৌধুরী এমপি, মেরিনা রহমান এমপি ও অধ্যাপিকা রওশন আরা এমপি উপস্থিত ছিলেন।