
নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০১ রানে জিতেছে দেশটি। যেখানে সফরকারীরা ৩১ রানে হারিয়েছে নিজেদের শেষ ৬ উইকেট। যা পুরোপুরি সত্য। কিন্তু স্কোরকার্ডে কখনও লেখা থাকবে না, এই ১০১ রানের জয় পেতে কতটা উত্তেজনার মধ্য দিয়ে যেতে হয়েছে নিউজিল্যান্ড দলকে।
এই ম্যাচ বাঁচানোর জন্য শেষদিন ৭ উইকেট হাতে নিয়ে পুরোটা সময় পার করতে হতো পাকিস্তানকে। দিনের শুরুতেই ফিরে যান অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলি। পঞ্চম উইকেটে ম্যারাথন জুটি গড়েন ৬৩.২ ওভারের ম্যারাথন জুটি গড়েন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও অভিজ্ঞ ফাওয়াদ আলম।
তবে দিনের খেলা ২৬ ওভার বাকি থাকতে সাজঘরে ফিরে যান রিজওয়ান। সেঞ্চুরিয়ান ফাওয়াদ উইকেটে থাকলেও, তখনই যেন নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের পরাজয়। শেষ উইকেটে প্রাণপণ চেষ্টা করেছিলেন দুই টেইলএন্ডার নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদি। কিন্তু দিনের ৪.৩ ওভার বাকি থাকতে আউট হয়ে গেছেন নাসিম, নিউজিল্যান্ড পেয়েছে শ্বাসরুদ্ধকর এক জয়।
সানবিডি/এনজে