টেস্ট র‍্যাংকিংয়ে স্মিথ-কোহলিকে পেছনে ফেললেন উইলিয়ামসন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-৩১ ১৬:১২:৪১


দেশের মাটিতে ভারতের বিপক্ষে চলমান সিরিজে স্টিভেন স্মিথকে চেনাই যাচ্ছে না।রীতিমত রানখরায় ভুগছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটিং স্তম্ভ। তাতে টেস্ট ব্যাটসম্যান র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটিও খুইয়ে বসেছেন তিনি।

আইসিসির প্রকাশিত সর্বশেষ টেস্ট র‍্যাংকিং অনুযায়ী এখন বিশ্বসেরা ব্যাটসম্যান নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। স্মিথ চলে গেছেন তিনে, আগের মতোই দুই নম্বরে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

গত দুই টেস্টের তিন ইনিংসে ৪০১ রান করেছেন উইলিয়ামসন। তার রেটিং পয়েন্ট এখন ৮৯০। দুইয়ে থাকা কোহলির রেটিং পয়েন্ট ৮৭৯। আর তিনে নেমে যাওয়া স্মিথের রেটিং পয়েন্ট এখন ৮৭৭।

সানবিডি/এনজে