চীনে ১৯ কোটি টন ছাড়িয়েছে জ্বালানি তেল উত্তোলন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-৩১ ১৭:৫৪:১৫


বর্তমানে বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ।তবে নিজস্ব কূপগুলো থেকেও উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল উত্তোলন করে দেশটি। বিদায়ী ২০২০ বছরে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আগের তুলনায় বেড়ে ১৯ কোটি টন ছাড়িয়েছে। চীনের ন্যাশনাল এনার্জি অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির ঝ্যাঙ জিয়ানহুয়া বলেন, ২০১৯ সালে চীনের কূপগুলো থেকে সব মিলিয়ে ১৯ কোটি ৪০ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে।

এদিকে জ্বালানি তেলের পাশাপাশি চীনে প্রাকৃতিক গ্যাস উত্তোলনেও প্রবৃদ্ধি বজায় রয়েছে। এ বিষয়ে ঝ্যাঙ জিয়ানহুয়া বলেন, চার বছর ধরে চীনের খনিগুলো থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে ১ হাজার কোটি ঘনমিটারের বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়ে আসছে। এ ধারাবাহিকতায় ২০১৯ সালে দেশটিতে জ্বালানি পণ্যটির সম্মিলিত উত্তোলন ১৮ হাজার ৬০০ কোটি ঘনমিটার ছাড়িয়ে গেছে।

সানবিডি/এনজে