করোনায় বাসায় মনোযোগ সহকারে পড়াশোনার আহবান: শিল্প প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০১-০১ ১৪:০৬:৫৪

করোনায় বাসায় মনোযোগ সহকারে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।
শিল্প প্রতিমন্ত্রী আজ শুক্রবার (১ জানুয়ারি) রাজধানীর মিরপুরের মনিপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল বালক শাখায় নতুন পাঠ্যপুস্তক বিতরণকালে এ আহবান জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে আজ দেশব্যাপী স্বাস্থ্যবিধি মেনে নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনা স্বত্তেও ছাত্রছাত্রীদের লেখাপড়া যাতে বাধাগ্রস্থ না হয় সে বিষয়ে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। এরই অংশ হিসেবে বছরের প্রথমদিনই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হচ্ছে।
এসময় ছাত্রছাত্রীদের শিল্প প্রতিমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়ে বলেন, করোনা হতে বাঁচতে বিনা প্রয়োজনে অযথা বাইরে ঘোরাঘুরি করা থেকে বিরত থাকতে হবে।
কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, গভর্নিং বডির সদস্য এ কে এম দেলোয়ার হোসেন, শিক্ষকশিক্ষিকাগণ এসময় উপস্থিত ছিলেন।
সানবিডি/নাজমুল







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












