৪৮ শতাংশ চায়ের দাম বেড়েছে ভারতে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০২ ১৮:৩৯:৪৫

চলমান মহামারি করোনা পরিস্থিতিতে চায়ের বাজারে চাঙ্গা হয়ে উঠেছে ভারতে। এ ধারাবাহিকতায় ২০২০ সালের শুরু থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে পানীয় পণ্যটির দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৪৮ শতাংশ বেড়ে কেজিপ্রতি ২০০ রুপি (ভারতীয় মুদ্রা) ছাড়িয়ে গেছে। টি বোর্ড অব ইন্ডিয়ার সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস লাইন ও বিজনেস রেকর্ডার।
বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ চা উৎপাদনকারী ও রফতানিকারক দেশ ভারত। পানীয় পণ্যটির বৈশ্বিক রফতানি বাণিজ্যের ১২ দশমিক ৬ শতাংশ এককভাবে জোগান দেয় দেশটি। টি বোর্ড অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের জানুয়ারি-নভেম্বর সময়ে ভারতের বাজারে প্রতি কেজি চায়ের গড় দাম ছিল ১৪৫ দশমিক ৯৩ রুপি। গত বছরের একই সময়ে দেশটিতে পানীয় পণ্যটির গড় দাম কেজিপ্রতি ২১৫ দশমিক ৯০ রুপিতে উঠেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৭ দশমিক ৯৫ শতাংশ বেশি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ভারতে চায়ের গড় দাম কেজিতে ৬৯ দশমিক ৯৭ রুপি বেড়েছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













