ইমরান খান-টেন্ডুলকারদের পাশে মুশফিক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০২ ১৯:২৩:৩৯

ক্রিকেট বিশ্বের কিংবদন্তি ইমরান খান, শচীন টেন্ডুলকার, মার্টিন ক্রো, গ্যারি সোবার্স ও ওয়াসিম আকরামের মতো ক্রিকেটারদের পাশে স্থান করে নিয়েছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
তরুণ বয়সে জাতীয় দলে অভিষেকের পর থেকে নিয়মিত পারফর্ম করে যেসব ক্রিকেটার বিশ্বে আলোড়ন তৈরি করেছেন তাদের নিয়েই সেরা টেস্ট একাদশ সাজিয়েছে বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন।
জনপ্রিয় এই সাময়িকীর গড়া দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও দলটির তারকা উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
উইজডেনের বাছাইকৃত সেই দলটির নেতৃত্বে আছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান।
উইজডেন সেরা কিশোর একাদশে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মুশফিক ফেসবুকে লেখেন- আলহামদুলিল্লাহ। উইজডেনের সেরা কিশোর টেস্ট একাদশের অংশ হয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি।
উইজডেনের সেরা কিশোর একাদশের তালিকা: ইমরান খান (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, নেইল হার্ভে, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, গ্যারি সোবার্স, মুশফিকুর রহিম (উইকেটকিপার), অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম, প্যাট কামিন্স।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












