হিলিতে ১৯ টন পেঁয়াজ এলো ভারত থেকে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-০২ ২০:৩০:৩০

ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে তিন মাস বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারত সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আবার সেখানকার পেঁয়াজ বাংলাদেশে আসতে শুরু করলো। দীর্ঘদিন বন্ধের পর বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বন্দরে কর্মরত শ্রমিক ও পেঁয়াজ ব্যবসায়ীদের মধ্যে ব্যস্ততা বেড়েছে। ভারতীয় পেঁয়াজের দাম বেশি হওয়ায় দেশি পেঁয়াজের বাজারে এর প্রভাব পড়বে না বলেও ধারণা করা হচ্ছে।
আজ শনিবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ভারত থেকে ১৯টন পেঁয়াজ বোঝাই একটি ট্রাক বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। এর মধ্যদিয়ে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। স্থানীয় আমদানিকারক বাবু এন্ট্রারপ্রাইজ এই পেঁয়াজ আমদানি করে। শনিবার বিকেল ৫টা পর্যন্ত বন্দর দিয়ে আর কোনও পেঁয়াজ দেশে প্রবেশ করেনি।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













