প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. কামরুল আহসান মহারাজ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
কামরুল আহসান সাংবাদিকদের বলেন, “নির্বাচনে জাল ভোট দানসহ নানাভাবে কারচুপি হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা নিশ্চুপ রয়েছেন। প্রকৃতপক্ষে তারা পক্ষপাতিত্ব করছেন।”
এর আগে সকালে ভোট শুরুর পর বরগুনা পৌর এলাকার গগণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর পক্ষে সিল মারার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নির্বাচনী কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হন।