ভোজ্যতেলের পাইকারি ‍বাজারে মন্দা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৩ ১৮:৫৩:১০


বিদায়ী ২০২০ বছরে অধিকাংশ সময়ই ভোজ্যতেলের বাজারে চাঙ্গাভাব বজায় ছিল।তবে নতুন বছরের শুরুতেই মন্দায় পড়েছে ভোজ্যতেলের পাইকারি দাম। নতুন বছরের প্রথম দিনেই ভোজ্যতেলের দাম মণপ্রতি ৫০-৬০ টাকা কমেছে। মূলত বছর শেষে ব্যাংক খাতে ঋণ পরিশোধের চাপের কারণে বাজারে ভোজ্যতেলের দাম নিম্নমুখী বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দশকের মধ্যে দেশের বাজারে সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে ভোজ্যতেল। ২০০৮ সালে বৈশ্বিক দর বৃদ্ধিজনিত কারণে দেশের বাজারে ভোজ্যতেলের (সয়াবিন) মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) দাম সর্বোচ্চ ৩ হাজার ৮৫০ টাকা পর্যন্ত ওঠে। পরবর্তী কয়েক বছরে ভোজ্যতেলের বৈশ্বিক ও দেশীয় বাজারে দরপতন শুরু হয়। এতে দেশের শীর্ষস্থানীয় একাধিক ভোজ্যতেল আমদানি ও পরিশোধনকারী প্রতিষ্ঠান বড় ধরনের লোকসানের মধ্যে পড়ে, যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে চট্টগ্রামের একাধিক শিল্প গ্রুপ। সর্বশেষ ডিসেম্বরের শেষ দিকে সয়াবিনের পাইকারি দাম মণপ্রতি ৪ হাজার ২৩০ থেকে ৪ হাজার ২৪০ টাকা পর্যন্ত ওঠে। তবে এ দামে লেনদেনের এক সপ্তাহের ব্যবধানে মণপ্রতি ৫০-৬০ টাকা কমে যায়।

সানবিডি/এনজে