স্ট্যান্ডার্ড ব্যাংক পূর্ণাঙ্গ শরি‘আহ্ ভিত্তিক ইসলামি ব্যাংক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৩ ২১:৫৮:৩০

পুঁজিবাজারের তালিকাভুক্ত দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক “স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড” এখন পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক। শুক্রবার ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন কেক কেটে ব্যাংকটির নতুন যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ।
উল্লেখ,গত ২৯ ডিসেম্বর ২০২০ তারিখে স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সম্পূর্ণরুপে শরি‘আহ্- এর ভিত্তিতে কার্যক্রম পরিচালনার অনুমতি লাভ করে। এর মধ্য দিয়ে ব্যাংকটি গ্রাহকবৃন্দকে শরি‘আহ্ ভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ হল।
এ সময়ে উপস্থিত ছিলেন,ব্যাংকের ভাইস চেয়ারম্যান অশোক কুমার সাহা, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, মোঃ জাহেদুল হক, ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আবদুল আজিজ, ফেরদৌস আলী খান, কাজী খুররম আহমেদ, মোঃ আবুল হোসেন, নজমুল হক চৌধুরী এবং মোঃ নাজমুস সালেহীন, শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য হাফিজ কাজী মোঃ ইব্রাহিম ও ড. মোঃ সাইফুল্লাহ্, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মোতালেব হোসেন ও মোহাম্মদ রফিকুল ইসলাম, এসবিএল ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ মোহন মিয়াসহ প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বহুল প্রত্যাশিত এই অর্জন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ মহান আল্লাহ্ রাব্বুল আল আমিনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং সকলের সার্বিক সুখ-সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জামিয়াহ্ কাশেমিয়াহ্ কামিল মাদ্রাসার হাদিস বিভাগের প্রধান মোহাদ্দেস্ ও স্ট্যান্ডার্ড ব্যাংক শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির সম্মানিত সদস্য হাফিজ কাজী মোঃ ইব্রাহিম। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের সিএফও ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













