সৌরভের চিকিৎসায় বেঙ্গালুরু থেকে আসছেন দেবী শেঠি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৪ ১৫:১৭:৫০


ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর হৃদযন্ত্রের ধমনীতে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে ডান দিকের ধমনীতে ৯০ শতাংশের বেশি ব্লক ধরা পড়েছে। সেটির অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে।

তার চিকিৎসার জন্য আসছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি।

এ বিষয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, সৌরভের চিকিৎসার জন্য বেঙ্গালুরু থেকে চার্টার্ড বিমানে উড়িয়ে আনা হচ্ছে দেবী শেঠিকে। মঙ্গলবার পুরো টিম নিয়ে কলকাতা পৌঁছাবেন দেবী শেঠি।

ভারতের গণমাধ্যম আনন্দবাজর পত্রিকা জানিয়েছে, সোমবার সকালে সৌরভ গাঙ্গুলীর ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট সন্তোষজনক বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তার রক্তচাপ ও নাড়ির গতি স্বাভাবিক। ইতিমধ্যে পাঁচজন থেকে বাড়িয়ে মেডিকেল বোর্ডের সদস্য ৯ জন করা হয়েছে।

এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, ব্লক ধরা পড়লেও আপাতত বাইপাস সার্জারি করতে হচ্ছে না সৌরভের। তবে দুটি ধমনীতে স্টেন্ট বসানো হবে কিনা তা বুঝেশুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

জানা গেছে, দেবী শেঠি ছাড়াও শনিবার বেশ কয়েকজন বিদেশি চিকিৎসকের সঙ্গে আলাপ করেছেন সৌরভের চিকিৎসক সরোজ মণ্ডল। এ ছাড়া ভারতের প্রখ্যাত কার্ডিয়োথোরাসিক সার্জন রমাকান্ত পাণ্ডা ও ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট অশোক শেঠের সঙ্গেও আলোচনা করেন হাসপাতালের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

অবশেষে দেবী শেঠির ওপরই ভরসা রাখছে সৌরভের পরিবার।

সানবিডি/এনজে