
ভারকে একদিনের ব্যবধানে মূল্যবান ধাতুর স্বর্ণের দাম ৮৯৪ রুপি বেড়ে প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫১ হাজার ১৯২ রুপি। একদিকে ডলারের পতন ও বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা স্বর্ণের বাজার চাঙ্গা রাখছে বলে ধারণা করা হচ্ছে। তবে কিছুটা লাগাম টেনেছে ঊর্ধ্বমুখী রুপি। খবর মানি কন্ট্রোল।
মহামারি করোনা পরিস্থিতিতে মূল্যবান ধাতুটিকে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ সম্পদ হিসেবে বেছে নিয়েছে মানুষ।
সোমবার মুম্বাইয়ে ২২ ক্যারেটের ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল ৪৬ হাজার ৮৯২ রুপি। সঙ্গে ৩ শতাংশ জিএসটি। আর ২৪ ক্যারেটের একই পরিমাণ স্বর্ণ খুচরা বাজারে বেচাকেনা হয়েছে ৫১ হাজার ১৯২ রুপিতে। অন্যদিকে ১৮ ক্যারেটের স্বর্ণ জিএসটি বাদে বেচাকেনা হয়েছে ৩৮ হাজার ৩৯৪ রুপিতে।
সানবিডি/এনজে