বিশ্বের নতুন টেস্ট ভেন্যু চালু হচ্ছে ওমানে

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-০৫ ১৫:০৮:০৫


এবার ক্রিকেট বিশ্বের নতুন টেস্ট ভেন্যু হিসেবে চালু হলো ওমান ক্রিকেট একাডেমি দেশটির ক্রিকেট দল নিয়মিতই ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও, টেস্ট স্ট্যাটাস থেকে রয়েছে অনেক দূরে। তবে এশিয়ার নতুন ক্রিকেট শক্তি আফগানিস্তানের সুবাদে এবার ওমানেই হবে ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার ফরম্যাট টেস্ট ক্রিকেট।

আইসিসির কাছ থেকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; তিন ফরম্যাটের ক্রিকেট আয়োজনেরই অনুমতি পেয়ে গেছে ওমান ক্রিকেট একাডেমির এক নম্বর মাঠটি। এখন এই মাঠটিকে নিজেদের নতুন হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে আফগানিস্তান ক্রিকেট দল।

ওমানের আল আমেরাতে অবস্থিত এ মাঠটিতে চলতি মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৬, ২৯ ও ৩১ জানুয়ারি।

সানবিডি/এনজে