যোগাযোগের একটি অন্যতম যন্ত্র মোবাইল ফোন। বর্তমানে যে যন্ত্রটি শোভা পায় ছোট বড় সবার হাতেই। কিন্তু যোগাযোগের ক্ষেত্রে মোবাইল শুধু এখন নয়, শত শত বছর আগেও ব্যবহৃত হতো যন্ত্রটি। সম্প্রতি প্রত্নতাত্ত্বিকরা সন্ধান পেয়েছেন ৮০০ বছরের পুরোনো তেমনি একটা মোবাইল ফোনের।
প্রত্নতাত্ত্বিকদের দাবি, খননকার্য চালাতে গিয়ে অস্ট্রিয়া থেকে এই মুঠোফোনের খোঁজ মিলেছে। যেটির গায়ে রয়েছে সুমেরীয় লিখনশৈলী। ওই লিখনশৈলী কীলকাকার বর্ণমালা নামে পরিচিত। ফোনের গায়ের সুমেরীয় লেখাগুলো কৌতূহল বাড়িয়েছে প্রত্নতাত্ত্বিকদের। কেননা অনেক বছর আগেই অবলুপ্ত হয়ে গিয়েছিল কীলকাকার এই বর্ণমালা। প্রাচীন মেসোপটেমিয়ায় এই হরফ দেখা গিয়েছিল।
এ নিয়ে হইচই করছেন ইউএফও (আন-আইডেন্টিফাইড ফ্লাই অবজেক্ট) অনুসন্ধানকারীরা। তারা মনে করেন, প্রাচীন সভ্যতার সঙ্গে এলিয়েনদের যোগাযোগ ছিল। ভিনগ্রহের ওই বাসিন্দারা এই পৃথিবীতেও আসত। তাদের হাতেই ছিল এই প্রযুক্তি। হয়ত নিদর্শন হিসেবে তারা যন্ত্রটি রেখে গেছেন পৃথিবীবাসীর জন্য।
তবে অস্ট্রিয়ার গবেষকদের ধারণা, ফোনটি ১৩০০ শতকের। বর্তমান ইরান ও ইরাকের লিপির সঙ্গে তারা যন্ত্রটির অনেক মিলও খুঁজে পেয়েছেন। তবে এটি সত্যি মোবাইল ফোন, নাকি অন্য কোনো ডিভাইস, তা নিয়ে অবশ্য ধোঁয়াশাই রয়ে গেছে গবেষকদের মধ্যে।
সানবিডি/ঢাকা/এসএস