কমেছে মালয়েশীয় পাম অয়েলের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৬ ১৪:২৪:২৮

মালয়েশিয়ার বাজারে প্রায় ১০ বছরের সর্বোচ্চ অবস্থান থেকে কমে এসেছে পাম অয়েলের দাম।খাতসংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের অন্যান্য বাজারে পাম অয়েলের দরপতনের জের ধরে মালয়েশিয়াতেও পণ্যটির দাম কমেছে। খবর স্টার অনলাইন।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সর্বশেষ কার্যদিবসে পাম অয়েলের দাম টনে ৩১ রিঙ্গিত (স্থানীয় মুদ্রা) কমেছে। এদিন মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৬৯৪ রিঙ্গিত বা ৯২১ ডলার ৪১ সেন্টে, যা আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৮৩ শতাংশ কম।
এর আগের কার্যদিবসে পাম অয়েলের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ২০১১ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













