মেসিকে স্বাগত জানালেন পিএসজি কোচ পচেত্তিনো
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৬ ১৬:১০:৫২

সদ্য বিদায়ী ২০২০ বছরে বড়দিনের আগে থমাস টুখেলকে বরখাস্ত করেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। দলটি নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আর্জেন্টাইন মাউরিসিও পচেত্তিনোকে। ২০২২ সাল পর্যন্ত নেইমার জুনিয়র, কাইলিয়ান এমবাপেদের কোচের দায়িত্ব পালন করবেন তিনি।
এদিকে পচেত্তিনোকে কোচ হিসেবে দায়িত্ব দেয়ার পর থেকে জোরালো হয়েছে গুঞ্জন, নতুন মৌসুমে পিএসজিতে যেতে পারেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। বর্তমান ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন না করায়, এ গুঞ্জন ঠিক ফেলেও দেয়া যায় না।
মৌসুম শেষে মেসি কোথায় যাবেন তা সময়ই বলে দেবে। পিএসজি ছাড়াও মেসিকে নেয়ার দৌড়ে এগিয়ে আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিও। তবে শেষপর্যন্ত যাই হোক না কেন, মেসিসহ বিশ্বের যেকোন বড় তারকাকেই পিএসজিতে স্বাগত জানিয়ে রাখলেন নতুন কোচ পচেত্তিনো।
ক্লাবের হয়ে প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘(পিএসজির হয়ে)এটা আমার প্রথম সংবাদ সম্মেলন। আশা করি সামনে এমন আরও অনেক হবে। গুঞ্জনগুলো একপাশে রাখি। বিশ্বের যেকোনো বড় খেলোয়াড়কে সবসময় পিএসজিতে স্বাগতম।’
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












