
[caption id="attachment_11799" align="aligncenter" width="800"]
ফাইল ছবি[/caption]
পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীনদের কেন্দ্র দখল, পোলিং এজেন্ট বের করে দেয়া, হামলা এবং হতাহতের ঘটনায় ক্ষিপ্ত বিএনপি। আর সে কারণেই জোটকে নিয়ে আন্দোলনের কথা ভাবছে দলটির শীর্ষ নেতারা।
বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর সেখানেই আলোচনা হবে পরবর্তী কর্মসূচি নিয়ে। এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের কার্যালয়ের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
এদিকে বুধবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী অভিযোগ করেন, দুপুর পর্যন্ত ১৫৭টি পৌরসভায় কোথাও আংশিক, কোথাও তারও বেশি ভোটকেন্দ্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী দখল করেছেন।
বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সারাদিনের চিত্র তুলে ধরবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বিএনপির চেয়ারপার্সন ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন খালেদা জিয়া। এরপর তিনি দলের সিনিয়র নেতার সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকের পর ২০ দলীয় জোটের পক্ষ থেকে কর্মসূচি আসতে পারে।
দলের কেন্দ্রীয় এক নেতা জানান, ভোটের আগের রাত থেকে আজ সারাদিন যে যে ঘটনা ঘটছে। এসব বিষয়ে ২০ দলীয় জোট দলীয় সিনিয়র নেতার সঙ্গে পরবর্তী কী কর্সসূচি দেওয়া হয়।
সানবিডি/ঢাকা/জেএইচ/এসএস