
অব্যাহভাবে বাড়তির পথেই রয়েছে জ্বালানি তেলের দাম।এই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে জ্বালানি পণ্যটির দাম বেড়ে ১১ মাসের সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, ফেব্রুয়ারিতে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমিয়ে আনতে নীতিগতভাবে সম্মত হয়েছে সৌদি আরব। একই সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্রে জ্বালানি পণ্যটির মজুদ কমে এসেছে। এ দুই সংবাদ প্রকাশের পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ১১ মাসের সর্বোচ্চে উঠেছে। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম।
এ বিষয়ে রয়টার্সের প্রাইস ইনডেক্স অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় দশমিক ৫০ শতাংশ বেড়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৫৩ ডলার ৮৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ২৭ সেন্ট বেশি। দিনের শুরুতে জ্বালানি পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৫৪ ডলার শূন্য ৯ সেন্টে উঠেছিল। ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারির পর এটাই ব্রেন্ট ক্রুডের সর্বোচ্চ দামের রেকর্ড।
সানবিডি/এনজে