
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে র্যাব আজ আস্থা ও বিশ্বাসের স্থলে পরিণত হয়েছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন মহামারি কালীন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার নিশ্চিতকরণসহ দেশের মানুষের সেবায় র্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাটে চর এলাকার আট হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঘোষিত 'র্যাব সেবা সপ্তাহ' উপলক্ষে রংপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১৩ তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারিসহ ধর্ষণ, চাঁদাবাজি, ইয়াবা সন্ত্রাসীর মতো অপরাধীদের গ্রেপ্তার করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। সবকিছুতে র্যাব সফল হয়ে জনগণের হৃদয়ে স্থান নিয়েছে। র্যাবের উপর্যুপরি অভিযানের ফলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করেছেন।'
তিনি আরও বলেন, 'র্যাব শুধু প্রশাসনিক নয়, রাতের আঁধারে জনগণের পাশে গিয়ে কাজ করছে, যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন। অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েও শীতার্ত মানুষকে উষ্ণতার পরশ দিচ্ছে।'
সানবিডি/এনজে