কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেন, কৃষির ওপর দেশের অর্থনীতি নির্ভরশীল উল্লেখ করে কৃষিবান্ধব বর্তমান সরকার কৃষিকে সমৃদ্ধ করতে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।
তিনি বলেছেন, আধুনিকায়ন আর যান্ত্রিকীকরণে ৭০ ভাগ ভর্তুকিতে কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ধান মাড়াইয়ের মেশিন দেয়া হচ্ছে। কৃষি খাত এগিয়ে নিতে ৩ হাজার কোটি টাকার বিশেষ প্রকল্পে এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে। ওই প্রকল্পে সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) কৃষকরা মাত্র ৩০ ভাগ টাকায় আধুনিক কৃষি যন্ত্রপাতি পাচ্ছেন।
ফসল ফলানো ও ফসল মাড়াইয়ে এ যন্ত্র ব্যবহারে কৃষক লাভবান হচ্ছেন। কৃষিতে এগিয়ে যাচ্ছে দেশ। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচির সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এসব মন্তব্য করেন কৃষিমন্ত্রী। উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষিযন্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফিন।
বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের (এনএটিপি-২) পরিচালক আজাহারুল ইসলাম সিদ্দিকী। বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।
সানবিডি/নাজমুল