পৌর নির্বাচনের ফলাফলে কারচুপির আশঙ্কা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় এজেন্টদের ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছেন। সব শেষে ফলাফলপত্রে রিটার্নিং অফিসারের স্বাক্ষর সম্বলিত কপি নিয়ে কেন্দ্র থেকে বের হতে বলেছেন।
বুধবার বিকেল সাড়ে চারটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি দলীয় এজেন্টদের এ নির্দেশ দেন।
তিনি বলেন, ‘যেসব পৌরসভায় নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে সেসব পৌরসভায় পুনঃনির্বাচন দিতে হবে।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সরকারের নীল নকশা অনুযায়ী নির্বাচন হয়েছে। অধিকাংশ ভোটকেন্দ্র থেকে বিএনপির প্রার্থী ও এজেন্টদের বের করে দেয়া হয়েছে। সংবাদ কর্মীদের হামলা ও গ্রেপ্তার করা হয়েছে। এ সবকিছু করা হয়েছে নির্বাচনে কারচুপি করার জন্য। ইসির কাছে বারবার অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাইনি।’
এরপরও যে কোনো পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ফখরুল বলেছেন ‘কেন্দ্রের নির্দেশ আছে, স্থানীয়ভাবে দলের কোনো প্রার্থীর নির্বাচন বর্জনের সুযোগ নেই।’
এদিকে আজ বুধবার রাত ৯টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এরপর কাল-পরশু দলের অবস্থান জানানো হবে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড, ওসমান ফারুক, এমএ কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।