ভারতের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান কার্বন প্রযুক্তি বাজারে নিয়ে এলো ২জিবির ফোন মাত্র ৬ হাজার ৭৯০ রুপিতে। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ৮ হাজার টাকা। ফোনটির মডেল টাইটানিয়াম এস২০৫।
ডুয়েল সিম সমৃদ্ধ এই মোবাইলের ডিসপ্লে ৫ ইঞ্চি এইচডি। আইপিএস ডিসপ্লের রেজুলেশন ৭২০x ১২৮০ পিক্সেল। এতে রয়েছে কোয়াড কোর ১.২ গিগাহার্জের প্রসেসর। ফোনটির বিল্ট ইন মেমোরি ১৬ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এর মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটি অ্যানড্রয়েড ললিপপ ৫.১ ভার্সন দ্বারা পরিচালিত।
টাইটানিয়াম ফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগা পিক্সেলের। সেলফি প্রেমীদের জন্য রয়েছে ৩.২ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
সারাদিন ব্যাকআপের জন্য এতে ২২০০ মিলি অ্যাম্পিয়ার পার আওয়ারের ব্যাটারি রয়েছে।