ভারতীয় পেঁয়াজে আগ্রহ কমছে আমদানিকারকদের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১০ ১৪:১০:৫৩


ভারতীয় সরকার কর্তৃক দেশটির পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে আগ্রহ হারাতে শুরু করেছেন স্থানীয় ব্যবসায়ী ও আমদানিকারকরা। তাদের ভাষ্য, বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম পাওয়া যাচ্ছে না। এ কারণে লোকসান এড়াতে এখানকার আমদানিকারকরা ভারতীয় পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে স্থানীয় আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার বলেন, দেশের বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের তুলনায় দেশে উৎপাদিত পেঁয়াজের দাম কেজিপ্রতি ৭-৮ টাকা কম। এ কারণে ক্রেতারা দেশে উৎপাদিত পেঁয়াজ বেশি কিনছেন। এর জের ধরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের চাহিদা কমে গেছে। ভারত থেকে প্রতিদিন ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি করা হলেও বড় ধরনের লোকসান এড়াতে বর্তমানে পণ্যটির আমদানি বন্ধ রাখা হয়েছে।

সানবিডি/এনজে