চলতি মৌসুমে সরবরাহ সংকটে থাকবে বৈশ্বিক চিনির বাজার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১০ ১৪:৫৩:১৯


চলমান ২০২০-২১ মৌসুমে আর্ন্তজাতিক চিনির বাজারে সরবরাহ সংকট থাকার পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশন (আইএসও)। প্রতিষ্ঠানটির প্রাক্কলন অনুযায়ী, চলতি মৌসুমে বিশ্বব্যাপী চিনির যে পরিমাণ চাহিদা থাকতে পারে তার তুলনায় পণ্যটির উৎপাদন প্রায় ৩৫ লাখ টন কম হতে পারে। খবর বিজনেস লাইন ও এগ্রিমানি।

এ বিষয়ে লন্ডনভিত্তিক আইওএসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ মৌসুমে বিশ্বজুড়ে চিনির সম্মিলিত চাহিদা দাঁড়াতে পারে ১৭ কোটি ৪৬ লাখ টনে। একই সময়ে পণ্যটির বৈশ্বিক উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ১৭ কোটি ১১ লাখ টনে। সেই হিসাবে ২০২০-২১ মৌসুমে বিশ্ববাজারে চিনির সম্ভাব্য ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে ৩৫ লাখ টনে।

এই মৌসুমে বিশ্বজুড়ে চিনির সরবরাহ সংকটের পেছনে ব্রাজিল, থাইল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় উৎপাদন কমে আসাকে চিহ্নিত করেছে আইওএস।

সানবিডি/এনজে