
সিরিআ লিগে রোববার রাতে শেষ ১০ মিনিটে রোমাঞ্চকর নৈপুণ্য দেখাল ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাস।
৮০ মিনিট ধরে পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা সমর্থকদের মুখে হাসি ফোটালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এই ম্যাচে ড্র নিয়েই ফিরতে হতো ‘তুরিনের বুড়িদের’। তবে অতিরিক্ত যোগ করা সময়ে গোল করে সাসৌলোর কফিনে শেষ প্যারেক ঠুকে দেন দুর্দান্ত ফর্মে থাকা রোনাল্ডো।
৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। আর শেষ গোলটি করে অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন রোনাল্ডো।
সেটি হলো- ক্লাব ও জাতীয় দলের হয়ে অফিসিয়াল গোলের হিসেবে তিনিই এখন সর্বোচ্চ গোলদাতা। অবশ্য যৌথভাবে। রোববারের গোলের পর জোসেফ বিকানের রেকর্ডে ভাগ বসিয়েছেন পর্তুগিজ ফুটবলের যুবরাজ।
সম্প্রতি এসি মিলানের বিপক্ষে জোড়া গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে (৭৫৭ গোল) পেছনে ফেলেছিলেন রোনাল্ডো। এবার চেকোস্লোভাকিয়ার ফরোয়ার্ড জোসেফ বিকানকে ছুঁলেন তিনি। ক্লাব ক্যারিয়ারে রোনাল্ডোর এখন ৬৫৭তম গোল। এ ছাড়া জাতীয় দলের জার্সিতে আছে আরও ১০২ গোল।
কিংবদন্তি বিকানের ৭৫৯ গোল ছুঁতে রোনাল্ডো খেলেছেন ১০৩৯টি ম্যাচ। আর মাত্র একটি গোল করলেই ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন পর্তুগিজ সুপারস্টার।
সানবিডি/এনজে