কমতির দিকে মূল্যবান ধাতু স্বর্ণের দাম
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-১২ ১৪:০৮:৩১

মুদ্রাবাজারে ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় আর্ন্তজাতিক বাজারে দাম কমেছে স্বর্ণের।দেশে দেশে করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু, অর্থনৈতিক পুনরুদ্ধারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনা ঘোষণার জের ধরে মূল্যবান ধাতুটির দামে দুই মাসের মধ্যে সর্বোচ্চ পতন দেখা দিয়েছে। খবর ব্লুমবার্গ।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাজারে সর্বশেষ কার্যদিবসে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ১৪ শতাংশ কমেছে। দিন শেষে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৫ ডলার ৮০ সেন্টে, যা আগের দিনের তুলনায় আউন্সপ্রতি ২ ডলার ৬০ সেন্ট কম। দিনের শুরুতে স্বর্ণের স্পটমূল্য আউন্সপ্রতি ১ হাজার ৮১৭ ডলারের নিচে নেমেছিল, যা গত ২ ডিসেম্বরের পর সর্বনিম্ন।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













