৪৩ প্রতিষ্ঠানকে আরও এক লাখ টন চাল আমদানির অনুমতি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৩ ২০:৫৩:৫২

দেশের চালের সংকট মেটাতে ৪৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে আরো এক লাখ ৬ হাজার ৫০০ টন সেদ্ধ চাল আমদানির অনুমতি।আজ বুধবার (১৩ জানুয়ারি) অনুমতির এই চিঠি খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।
এ নিয়ে সম্প্রতি কয়েক দফায় বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৭ লাখ ৮২ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
লাগামহীন চালের বাজার নিয়ন্ত্রণে সরকারি চাল আমদানির সিদ্ধান্ত নেয়। এবার আমন মৌসুমে মোটা চালের দাম ৫০ টাকা ছুঁয়েছে। চালের দামে দুর্ভোগে ফেলেছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে গত ২৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনে চাল আমদানির শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













