৭৭ বছরের সর্বনিম্নে ভেনিজুয়েলার তেল রফতানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৪ ১৪:২৪:৩৫


ভেনিজুয়েলার জ্বালানি তেল রফতানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চলছে।এই নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু মিত্র দেশ নামে-বেনামে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে। তবে গত বছর দেশটির অপরিশোধিত জ্বালানি তেল ও পরিশোধিত তেলজাত পণ্য রফতানি ৭৭ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। এ সময় দেশটির জ্বালানি তেল রফতানি ৩৭ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়ে দৈনিক মাত্র ৬ লাখ ২৬ হাজার ৫৩৪ ব্যারেলে পৌঁছে। খবর অয়েলপ্রাইসডটকম ও রয়টার্স।

সমাজতান্ত্রিক রিতীতে বিশ্বাসী দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর শাসনামলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা অব্যাহত রাখায় এবং দেশটি অপরিশোধিত জ্বালানি তেলের ক্রেতা খুঁজে না পাওয়ার কারণে জ্বালানি তেল রফতানিতে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। রিফিনিটিভ ইকন ও ভেনিজুয়েলার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পিডিভিএসএর অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ২০২০ সালে মিত্র দেশগুলোতে গড়ে প্রতিদিন ৬ লাখ ২৬ হাজার ৫৩৪ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে ভেনিজুয়েলা। দেশটির ইতিহাসে ১৯৪৩ সালের পর কখনই জ্বালানি পণ্যটির দৈনিক রফতানি এতটা কমেনি।

সানবিডি/এনজে