
স্প্যানিশ সুপারে কাপের সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ত্রিশ মিনিটেও এলো না ফলাফল। অগত্যা দ্বারস্থ হতে হলো টাইব্রেকারের। যেখানে প্রথম চারটি শটের জন্য খেলোয়াড়ের নাম আগেই ঠিক করে রেখেছিলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। তবে পঞ্চম শট কে নেবে? প্রশ্ন রাখতেই উদ্দীপ্ত কণ্ঠে ২১ বছর বয়সী রিকি পুইগ বললেন, আমি নেবো!
এই ম্যাচে টাইব্রেকারে প্রথমে শট নেয় রিয়াল সোসিয়েদাদ। নিজের পাঁচটি শট শেষে তারা গোল করতে পারে ২টি। অন্যদিকে বার্সেলোনা তাদের প্রথম চার শটে সফল ঠিক ২ বারই। ফলে ম্যাচ নির্ধারণী শটটি নেয়ার ভার পড়ে রিকি পুইগের কাঁধে। জিতলেই ফাইনালে, হেরে গেলে বিদায়- এমন কঠিন ম্যাচে চাপের মুখে দাঁড়িয়ে কোনো ভুল করেননি পুইগ, পেনাল্টি শুটআউট জিতে ফাইনালে পৌঁছে গেছে বার্সেলোনা।
সানবিডি/এনজে