হিলিতে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৬ ১৪:১০:৫১

দেশের বাজার গুলোতে ভারত থেকে আমদানি করা এবং দেশে উৎপাদিত পেঁয়াজের দাম প্রায় একই পর্যায়ে রয়েছে। ফলে স্বাদ ও মান ভালো হওয়ায় ক্রেতারা দেশে উৎপাদিত পেঁয়াজ বেশি কিনছেন। চাহিদা কমে গেছে ভারতীয় পেঁয়াজের। এ কারণে আমদানি করা পেঁয়াজ বিক্রি করতে পারছেন না দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ী ও আমদানিকারকরা। বিক্রি করলেও দাম পাচ্ছেন কম। এ পরিস্থিতিতে লোকসান এড়াতে এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছেন তারা।
এ ব্যাপারে হিলি স্থলবন্দরের শুল্ক স্টেশন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৯ জানুয়ারি এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ৯৭ টন পেঁয়াজ আমদানি হয়। পরদিন একটি ট্রাকে আমদানি হয় সাকল্যে ২৪ টন পেঁয়াজ। ১১ জানুয়ারি একটি ট্রাকে ২৮ টন ও ১২ জানুয়ারি একটি ট্রাকে ২৫ টন পেঁয়াজ আমদানি হয়। এরপর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আর কোনো পেঁয়াজ আমদানি হয়নি।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













