
মহামারির কারণে দীর্ঘ বিরতির ঘরের মাঠে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা।চলতি মাসের ২০ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
আজ শনিবার তিন ম্যাচের সিরিজের জন্য ১৮ সদস্যের দল দিয়েছে বিসিবি। অনুমিতভাবেই দলে আছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান। আর ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটারকে দলে ডেকেছেন নির্বাচকেরা।
১৮ সদস্যের ওয়ানডে সিরিজের দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হেসেন, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মেহেদি হাসান, রুবেল হোসেন।
সানবিডি/এনজে