চাঙ্গা হয়ে উঠছে ভারতীয় গমের বাজার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৭ ১৪:২৭:৪১

ক্রমেই চাঙ্গা হয়ে উঠছে ভারতীয় গমের বাজার।এ ধারাবাহিকতায় চলতি বছরের শুরু থেকে দেশটিতে কৃষিপণ্যটির দাম কুইন্টালপ্রতি ২০০ রুপির বেশি (ভারতীয় মুদ্রা) বেড়েছে। দেশটির ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ভারতীয় গমের রফতানি চাহিদা বাড়ছে। একই সঙ্গে বৈশ্বিক গমের বাজার কিছুদিন ধরেই চাঙ্গা রয়েছে। বিশেষত রাশিয়া ও আর্জেন্টিনা থেকে সরবরাহ কমে আসায় গমের দাম চাঙ্গা হতে শুরু করেছে। আমদানিকারকরা ভারতমুখী হচ্ছেন। এসব কারণে ভারতের বাজারেও রফতানিযোগ্য গমের দাম বেড়েছে। আগামী দিনগুলোয় তা আরো বাড়তে পারে। খবর মানিকন্ট্রোল ও বিজনেস লাইন।
চলতি ২০২১ বছরের শুরুতে ভারতের উত্তর প্রদেশের বাজারে প্রতি কুইন্টাল গম ১ হাজার ৫৭৫ রুপিতে বিক্রি হয়েছিল। বর্তমানে কৃষিপণ্যটির দাম বেড়ে কুইন্টালপ্রতি ১ হাজার ৭০০ রুপিতে উঠেছে। একইভাবে মধ্যপ্রদেশে বছরের শুরুতে প্রতি কুইন্টাল গমের দাম ছিল ১ হাজার ৫০০ রুপি। বর্তমানে এ রাজ্যে প্রতি কুইন্টাল গম বিক্রি হচ্ছে ১ হাজার ৭১০ রুপিতে। ইন্দোরে কৃষিপণ্যটির দাম কুইন্টালপ্রতি ১ হাজার ৭০০ থেকে বেড়ে ১ হাজার ৮৫০ রুপিতে উঠেছে। সেই হিসাবে ১৫ দিনের ব্যবধানে ভারতে গমের দাম বেড়েছে কুইন্টালে সর্বোচ্চ ২১০ রুপি।
এ ব্যাপারে বেঙ্গালুরুভিত্তিক কৃষ্ণ ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপনা পরিচালক এমকে দত্তরাজ বলেন, গত ১০-১৫ দিনেই গমের দাম কুইন্টালে ২০০ রুপির বেশি বেড়েছে। আন্তর্জাতিক বাজারে বাড়তি চাহিদার জের ধরে ক্রমেই চাঙ্গা হয়ে উঠেছে গমের দাম।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













